মোঃ মনির হোসেন,ঝালকাঠি
ঝালকাঠিতে অবৈধ ট্রলির চাপায় এক বৃদ্ধার নিহতের খবর পাওয়া গেছে। নিহত বৃদ্ধর নাম মুনসুর আলী হাওলাদার (৭০) ঝালকাঠি গুরুধাম বাসিন্দা । বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় শহরের সুতালড়ী এলাকায় অবৈধ টলির বেপরোয়া গতিতে বৃদ্ধাকে চাপা দেয় । ঘটনাস্থল থেকে এলাকাবাসী বৃদ্ধ কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করে। হাসপাতাল নেওয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করে। টলি মালিক আব্দুল কাদের হাওলাদার বলেন ,মেডিকেলের নেওয়ার পথে বৃদ্ধ মারা যায় । এলাকাবাসী জানান অবৈধ ট্রলির ড্রাইভার ছিল না হেল্পার টলি চালিয়েছিলেন বেপরোয়া গতিতে। রাস্তার পাশে দাঁড়ানো বৃদ্ধ কে চাপা দেয় টলির হেল্পার । টলির মালিক আব্দুল কাদের হাওলাদার পুরাতন কলেজ খেয়া ঘাট এলাকার বালু ব্যবসায়ী তার নিজ বাড়ি সুতালড়ি এলাকায় ।
ট্রলির ড্রাইভার পালিয়ে যায় ঘাতক টলি পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানায় , আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।