ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের তৎপরতায় আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের মাস্টারমাইন্ড রাকিব তালুকদার’কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রাকিব (২৬) নলছিটি উপজেলার দপদপিয়ার তিমিরকাঠি এলাকার রফিক তালুকদারের পুত্র।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ( ওসি )শহিদুল ইসলাম বলেন গত ২৯ শে এপ্রিল ঝালকাঠি শহর থেকে হার্ডওয়ারের দোকানের সামনে থেকে ইয়ামাহা কম্পানির একটি মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেলের মালিক আল রিয়াদ বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করেন মামলা নং-৬।

পরে পুলিশ সিসি টিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরকে সনাক্ত করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বরিশাল সদর এলাকা থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত রাকিব তালুকদার’কে গ্রেফতার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি শহিদুল ইসলাম আরো জানান,
আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা ও মাস্টারমাইন্ড রাকিবের নামে খুলনায় আরো একটি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
এছাড়াও সে পাশাপাশি বিভিন্ন অপরাধ করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *