ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস বিভিন্ন কর্মূসুচির মাধ্যমে পালিত হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে এ কর্মসূচি পালন হয়। প্রথমে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু, জেলা প্রশাসন’র পক্ষে জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পুলিশ’র পক্ষে জোবায়েদুর রহমান, সিভিল সার্জন’র পক্ষে ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার, স্বাচিপ এর সভাপতি ও বরিশাল বিভাগীয় শিশু প্রধান ডাঃ অসীম সাহা,সাধারন সম্পাদক ডাঃ পবিত্র দেবনাথ,গণপুর্ত’র পক্ষে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, এসডি রফিকুল ইসলাম, এলজিইডি, সড়ক বিভাগ, জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) এর সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন, সাধারন সম্পাদক মাষ্টার সমীরন হালদার, বিএমএসএফ’র সভাপতি আজমীর তালুকদার, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু অপর দিকে সকাল ৭ ঘটিকার সময় ফুল দিতে আসেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু সেক্রেটারী মনিরুল ইসলাম নুপুর সহ নেতাকর্মীরা শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান জেলা সেক্রেটারী মনিরুল ইসলাম নুপুর এবং বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ্র শহিদ মিনারে মাল্য দিয়ে শহিদদের স্বরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *