মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ঝালকাঠি জেলা প্রাশাসনের আয়োজনে জেলা প্রশাসক জোহর আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রানালয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)। এ উপলক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসন কতৃক আয়োজিত তথ্য মেলা শুভ উদ্ভোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরদার মোঃ শাহ আলম জেলা পরিষদ চেয়ারম্যান ঝালকাঠি, খান সাইফুল্লাহ পনির সাধারন সম্পাদক ঝালকাঠি জেলা আওয়ামী লীগ, আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার পৌর মেয়র ঝালকাঠি, সদর সার্কেল এম এম মাহমুদ হাসান জেলা পুলিশ ঝালকাঠি।
উক্ত অনুষ্ঠানে ঝালকাঠিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্যে,
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উত্তরসূরী হিসেবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে,আমি প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করব ।দেশের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে যথাসাধ্য চেষ্টা করব। আমি দুর্নীতি ঘৃণা করি।
সকল প্রকার দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষা ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি যেকোনো অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকব এবং সততা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করব। আমি আইন ও মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবো। মানুষে মানুষে বৈষম্য এবং শোষণ প্রতিরোধে সচেষ্ট থাকব। বাংলাদেশের দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সকল উদ্যোগে আমি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সচেষ্ট হব।