ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামানের বাড়ি থেকে আড়াই টন ত্রানের চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন।
জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের মাধ্যমে চালগুলো করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দ করা হয়েছিল। চাল কর্মহীনদের মধ্যে বিতরণ না করে রবিবার রাতের বেলা সরকারি বস্তা থেকে চাল বের করে অন্য বস্তায় ভরা হচ্ছিল। ইউপি সদস্য মনিরুজ্জামান মনিরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান এবং এনএসআই, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ঊপস্থিত ছিলেন। রাত নয়টার দিকে ঘরের তালা ভেঙে অভিযান শুরু হয় ও রাত ১১ টার দিকে ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনির মোবাইল ফোনে দাবি করেন, চালগুলো সরকারি ঠিকই কিন্তু তিনি ডিও কিনেছেন যার কাগজপত্র তার কাছে আছে। এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান সাংবাদিকদের জানান, , আপাতত চাল জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। ইউপি সদস্য মনিরুজ্জামান মোবাইল ফোনে দাবি করেছেন ওই সরকারি চাল ক্রয়ের কাগজপত্র তার কাছে আছে। সোমবার তার কাগজপত্র যাচাই বাছাই করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন