মো.মনির হোসেন,ঝালকাঠি সংবাদদাতাঃ
ঝালকাঠিতে ‘কন্যা উৎসব’ বন্ধ করার জন্য জাতি, ধর্ম ,দল-মত নির্বিশেষে সর্বস্তরের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ‘খানকায়ে মুছলিহীনে’ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন-হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর নিরলস প্রচেষ্টায় এবং জাতি, ধর্ম ,দল-মত নির্বিশেষে সকল শান্তিকামী জনতার সহযোগিতায় ঝালকাঠিতে অপসংস্কৃতি, অশ্লীলতা , সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে। এরকম একটি সুন্দর পরিবেশে তথাকথিক ‘কন্যা উৎসব’ করলে বেহায়াপনা ও অশ্লীলতার বহি:প্রকাশ ঘটবে। কথিত এ উৎসব ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এবং সারা বাংলাদেশে ঝালকাঠী জেলার ভাবমূর্তিও বিনষ্ট হবে। পরিশেষে নেতৃবৃন্দ এ ‘কন্যা উৎসব’ বন্ধের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।