ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে গৃহবধুকে হত্যা করে বিষ পানের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। নিহত সুমাইয়া ফরাজী গর্না (২১) একই এলাকার আসলাম ফরাজীর মেয়ে এবং ঝালকাঠি সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো। সোমবার সকালে সদর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, রোববার দুপুরে শহরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী হিমু আকনকে (২৫) এ ঘটনায় আটক করা হয়েছে। ওসি আরও জানান, প্রায় তিন বছর আগে দুই পরিবারের সম্মতি ছাড়াই একই এলাকার মিল্টন আকনের ছেলে হিমু আকন এবং আসলাম ফরাজীর মেয়ে সুমাইয়া ফরাজী গর্নার বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে ছেলের পরিবার এ সম্পর্ক মেনে নেয় নি। এ নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে কলহ লেগে থাকত। বিকেলে কাঠপট্টির এলাকার একটি মুড়ির মিলের এক কক্ষে দরজা বন্ধ করে ঝগড়া করে ওই দম্পতি। পরে সেখানে দুইজনকে বিষপান করে বলে প্রচার করে দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন । অপরদিকে হিমু আকনকে বরিশালের নেয়া হয় চিকিৎসার জন্য। তবে নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে সুমাইয়াকে হত্যা করে বিষপানের নাটক সাজায় স্বামী হিমু। স্ত্রী হত্যাকে আড়াল করতে নিজেও মিথ্যা বিষ পানের নাটক করে। ঘটনার রাতেই হিমুকে বরিশাল হাসপালাল থেকে আটক করা হয়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেন ওসি তাজুল ইসলাম।