ঝালকাঠি প্রতিনিধি :
আজ ৫ই ফেব্রুয়ারি ঝালকাঠিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে নুতান কলেজ রোডে গনগ্রন্থাগার সভাকক্ষে সকাল ১০টায় বিভিন্ন প্রতিযোগিতার মাঝে পুরস্কার ,সনদপত্র বিতরনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী ঝালকাঠি সরকারি কলেজ, ডক্টর কামরুন নেচ্ছা আজাদ অব:প্রফেসর , ওয়াসিম উল্লা প্রভাষক সরকারী কলেজ, অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইব্রাহীম খলিল ফিন্ড অফিসার ইসলামী ফাউন্ডেশন ঝালকাঠি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নুরুল ইসলাম লাইব্রেরীয়ান গনগ্রন্থাগার ঝালকাঠি ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
গ্রন্থাগার দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা ছবি আঁকা ওবিজয়ী প্রতিযোগিতার মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জানতে হলে বেশি বেশি বই পড়তে হবে। অভিভাবক তার সন্তানদের বেশি বেশি বই পড়তে উৎসাহ প্রদান করিবেন। প্রয়োজনে আপনার সন্তানদের নিয়ে সপ্তাহে একদিন হলেও গণ গ্রন্থাগারে বই পড়ার জন্য নিয়ে আসবেন।