ঝালকাঠি প্রতিনিধি : ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় ঝালকাঠিতে ও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। ২ মার্চ সকাল ১০ টায় বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। ভোটার দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। শামীম আহম্মেদ শরীফ এবং শারমীন আফরোজ এর সঞ্চালনায় অলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মুন্সি। অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদ প্রনয়ন, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারগনসহ শিক্ষক রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ এবং বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।