ঝালকাঠি প্রতিনিধি:
অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদউত্তীর্ন ঔষধ ব্যবহারের দায়ে নলছিটিতে একই মালিকনাধীন একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল সড়কের ফারজানা ক্লিনিক ও ফারজানা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নেতৃত্বে অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার সাংবাদিকদের বলেন, রাস্তার দুই পাড়ে সামনা সামনি অবস্থিত রিয়াজ উদ্দিনের মালিকানাধীন ক্লিনিক ও
ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদউত্তীর্ণ ঔষধ ব্যবহারের অভিযোগে পেয়ে আদালত অভিযান পরিচালনা করি।
এসময় ক্লিনিকটিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনার বিষয়টি প্রমানিত হলে ৫০ হাজার এবং ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষায় ব্যবহৃত মেয়াদউত্তীর্ণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন