ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পিপলিতা গ্রামে অভিযান চালেয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ মিলন আহম্মেদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পিপলিতা জোড়া পুল সংলগ্ন এলাকায় মিলনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় মিলন আহম্মেদের ঘর থেকে একটি পলি ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবির একটি টিম। গ্রেফতার হওয়া মোঃ মিলন আহম্মেদ পিপলিতা গ্রামের মোঃ নেছার উদ্দিন হাওলাদারের ছেলে। জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ এর এসআই রিয়াদ আহম্মেদ একটি টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই রিয়াদ আহম্মেদ বাদি হয়ে মামলা দায়ের করেন।
প্রতিবেশীরা জানায়,মোঃ মিলন আহম্মেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মকরে আসছে। মিলন এলাকায় সৈয়দ তোফাজ্জেল হোসেনের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করার মামলার আসামি।
দক্ষিণ পিপলিতা গ্রামের বাসিন্দা সৈয়দ তোফাজ্জেল হোসেন বলেন, মোঃ মিলন আহম্মেদ তার লোকজন নিয়ে আমার বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর, লুটপাট করে আমার স্ত্রী,মেয়েকে মারধর করে। তাদের জন্য আমরা বাড়িঘরে থাকতে পারিনি। বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর, লুটপাট ঘটনায় একটি মামলা করেছি। মামলা দ্রæত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। মিলন দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এনে যুবকদের কাছে বিক্রি করে যুবকদের ভবিষ্যৎ শেষ করতে চায়। দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবীও করেন এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থান ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন,আটককৃত মোঃ মিলন আহম্মেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।