মোঃমনির হোসেন ঝালকাঠীপ্রতিনিধিঃ
‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সনাক সভাপতি প্রফেসর মো. লাল মিয়া, সহসভাপতি ও তথ্যমেলা আয়োজক কমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু ও টিআইবির প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ উদ্দিন আহম্মেদ। জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ মেলার আয়োজন করে। পরে জেলা প্রশাসক মেলার স্টলগুলো ঘুরে দেখেন, মেলায় ২০টি স্টলে সরকারি-বেসরকারি সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়াও সেবা সমূহের সঙ্গে মেলায় আগত দর্শনার্থীদের পরিচয় ঘটানো হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর ঘুরে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করে।