ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়নের দেউলী গ্রামে শুক্রবার ৬ ঘটিকার সময় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জাহিদুল ইসলাম (২০) পিতা জালাল খান নামের এক যুবক নিহত হয়েছে।
গুরুতর আহত নিহত জাহিদুল ইসলামের পিতা জালাল খান এবং ছোট ভাই রমজান খান। এদের বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে। গুরুতর আহত শাজাহান খান(৫০) ঢাকায় রেফার করা হয়েছে।
নিহত স্বজনরা জানান, শুক্রবার সকাল বেলা আমাদের জমিতে প্রতিবেশী হামলাকারীরা আমাদের জমিতে ধান কাটতে যায়। আমরা বাধা দিলে আমাদের উপর দাঁড়ালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় মারাত্মক আহত হয় চারজন
এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে আনার পথে জাহিদুল নিহত হয়।