মোঃ মনির হোসেন ঝালকাঠি :
১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সকাল দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন ,জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান । প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী । এরপর ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পুলিশ সুপার ফাতিয়া ইয়াসমিন। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির সহ আওয়ামিলীগ’ যুবলীগ নেতৃবৃন্দ । এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা জ্ঞাপন শেষে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন জেলা প্রশাসক মো:জোহর আলী উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী।