ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও সাফিয়া সুলতানা, বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া । এতে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অধিক মুনাফার লাভের আশায় পণ্যের অবৈধ মজুত করা থেকে বিরত থাকার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি আরো বলেন অতীতের মত দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আরো কঠোরভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করবে। কেউ চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।