ঝালকাঠি প্রতিনিধি:ঐতিহ্যবাহী প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষার কেন্দ্র হওয়াতে এলাকাবাসী ছাত্র-ছাত্রীর অবিভাবকের মধ্যে স্¦স্থি ফিরে এসেছে এবং ছাত্র-ছাত্রীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিতে পারায় আনন্দিত । উল্যেখ করা যেতে পারে, ঝালকাঠি সদর উপজেলার ৪টি গ্রাম ও নলছিঠি উপজেলার ১৪টি গ্রামের শিক্ষার্ত্রী’রা এই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করতে পারছে, যেমনঃ- চাচইর, নতুল্লাহবাদ, বাড়ইয়ারা, লেসপ্রতাপ, বড় প্রেমহার, ছোট প্রেমহার, হরিপাশা, ষাটপাকিয়া, কাঠিপাড়া, বহরমপুর, ভৈরবপাশা, উত্তমাবাদ, ইশ্বরকাঠি, লক্ষনকাঠি, রুপচন্দনপুর, ঢাপঢ়, প্রতাপ, ও রায়পাশা এই ১৮টি গ্রামে রয়েছে ৫ টি মাধ্যমিক বিদ্যালয়। নতুল্লাহবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ষাট পাকিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, প্রেমহার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আমিরুননেছা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রায় ১৮ টি গ্রামের শিক্ষার্ত্রীরা ঐতিহ্যবাহী প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে নির্ভিগ্নে পরীক্ষায় অংশ নিচ্ছে। চলতি বছর জেএসসি পরিক্ষায় ৫ টি স্কুলের মোট ২২৬ জন পরীক্ষার্ত্রী প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা যায়। কেন্দ্র সচিব মো. মিজানুর রহমান জানান, অত্র কেন্দ্রের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতার কারনে সুস্থ পরিবেশ বিদ্যমান রয়েছে। অবিভাবক সুত্রে জানা যায়, নকল মুক্ত ও শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পারায় ছাত্র-ছাত্রীরা মেধার বিকাশে সহায়ক হিসাবে কাজ করছে, স্কুলটি ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহসড়কের পাশে হওয়ায় ছাত্র-ছাত্রী’রা নির্ভিগ্নে সময়মত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহন করছে। স্কুল ক্যাম্পাস’র চার পাশে সিমানা দেয়াল থাকায়, ছাত্র-ছাত্রী’রা সহজেই কেন্দ্রের বাহিরের পরিবেশের সাথে কোনক্রমেই যোগাযোগ রাখার সম্ভাব নয়। তবে ঐ এলাকার ছাত্র-ছাত্রীর অবিভাবক’রা জানান এই কেন্দ্রে এসএসসি পরীক্ষার কেন্দ্র হলে আমাদের এলাকা বাসীর অর্থ সাশ্রয়সহ নানা ধরনের সুযোগ-সুবিদা ভোগ করতে পারি। নকলমুক্ত ও মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহন করতে পেরেছি বলে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাজী আব্দুস সোবাহান।