ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে করোনায় কর্মহীন সংবাদপত্র হকার , খেয়ার মাঝিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। মঙ্গলবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদপত্র বিতরণ কর্মীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, চিনি, ছোলা। খাদ্যসামগ্রী পেয়ে খুশি কর্মহীন সংবাদপত্র হকাররা। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম জানান, এ পর্যন্ত তারা ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। সংবাদপত্র হকার ছাড়াও মধ্যবিত্ত পরিবার, শহরের লঞ্চঘাট এলাকায় ভ্যানচালক ও কলেজ খেয়াঘাট এলাকায় ট্রলার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।