ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।
ঝালকাঠির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ‘সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি দুুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া।
সভা শেষে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুদক্ষ কর্মীরা এক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ড নির্বাপণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মনোজ্ঞ মহড়া প্রত্যক্ষ করেন।