ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বিআরটিসি গাড়ীর হেল্পারের খামখেয়ালীপনায় ৪ বছরের শিশু নাজির গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধা ৭ টায় সময় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসরকের ঢাপঢ় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত শিশু নাজির(৪) ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের ঢাপঢ় গ্রামের বাসিন্ধা মো. জামাল হাওলাদারের ছেলে।
শিশুটির মা সপ্না বেগম(২৫) জানান, বাবার বাড়ী খুলনা থেকে বিআরটিসি পরিবহনে ঝালকাঠি আসলে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসরকের গন্তব্যস্থান ঢাপঢ় নামক স্থানে নামিয়ে দেয়। আমাদের সাথে থাকা মালামাল নামিয়ে দিতে চাইলে হেল্পার গাড়ীর ছাদে থাকা বস্তা আমার ছেলের মাথায় নিক্ষেপ করে। এতে আমার ছেলে নাজির বস্তাসহ রাস্তায় বসে পড়লে মাথায় গুরুতর জখম হয়। শিশুটি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকলে বিআরটিসি গাড়ীটি দ্রুত বরিশালের দিকে চলে যায়। ডাকচিৎকার করলে স্থানীয়দের সহায়তায় ঝালকাঠি সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করি। শিশুটির অবস্থা আসংকাজনক।এ বিষয়ে ঝালকাঠি বিআরটিসি কাউন্টারে যোগাযোগ করলে কাউন্টার বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে চেষ্টা করলে রিসিভ করেননি।