ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে অনুষ্ঠিত ৭নং পোনাবালিয়া ইউপি সাধারন নিবার্চনে বিএনপি মনোনীত প্রার্থী মো.ওয়ারেচ আলী খান নির্বাচন বয়কট করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারনের দাবী জানান।১৫ মে দুপুর ১২টায় ঝালকাঠি পৌরশহরের কামারপট্টিস্থ জেলা বিএপি’র একাংশের কার্যালয়ে জেলা রির্টানি অফিসার বরাবর তিনি এ আবেদন করেছেন বলে সাংবাদিকদের জানান।অভিযোগ সুত্রে তিনি জানান,আওয়ামীলীগ মনোনীত প্রতিদ্বন্ধি আবুল বাশার খান’র বহিরাগত ক্যাডর’রা ধানের শীষের পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।কেন্দ্র দখল করে চেয়ারম্যান পদের ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল দিয়ে বাক্স ভর্তি করেছে।এ বিষয়ে রিটানিং অফিসার,আইন সৃংখলা রক্ষা বাহিনী,কর্তব্যরত র্যাব বাহিনী,পুলিশ বাহিনী’র কাছে মৌখিক অনুরোধ ও মোবাইল মেসেজ পাঠানের পরও কোন সুরাহা হয়নি বলে জানান, বিএনপি মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ওয়ারেচ আলী খান।তিনি আর জানান,অবিলম্বে পুনারায় তারিখ নিধারন করে নিবার্চন অনুষ্ঠানের দাবী করেন। এ সময় জেলা বিএনপি’র সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুব আলম খান,জেলা যুব দলের সভাপতি শামিম তালুকদার,সাবেক যুবদল নেতা মো.খোকন মল্লিক উপস্থিত ছিলেন।