ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, কৃষক দলের সভাপতি রস্তুুম আলী চাষী, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, যুব নেতা রবিউল ইসলাম তুহিন ।বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাশীনদের হস্তক্ষেপে পুলিশের বাঁধার মুখে বিএনপিকে দলীয় কার্যালয়ের মধ্যে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান করতে হয়েছে। অন্য ভ্যেনুতে বড় আয়োজনের প্রস্তুতি নিলেও প্রশাসন তাদের অনুমতি দেয় নি। এ আচরণকে অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চার্চা উল্যেখ করে সরকার দলীয়দের গণতান্ত্রিক পথে ফিরে আসতে আহ্বান জানান বক্তার।