ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস – ২০২৪ উপলক্ষে “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই স্লোগানকে সামনে নিয়ে শনিবার ৫ই অক্টোবর সকালে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনিল চন্দ্র সেন, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন। অনুষ্ঠানে ঝালকাঠি জেলার স্কুল ও কলেজের শিক্ষকগণ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

এ-সময় উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন সহজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকগণ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *