মো.মনির হোসেন, ঝালকাঠী ঃ
ঝালকাঠি জেলা বিএনপি রববিার সকাল ১০টায় কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা প্রশাসকের বরাবর স্বারকলপিী পেশ করেছে। পুলিশ জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক কে প্রশাসকের কার্যালয় প্রবেশের অনুমতি দেয়। জিয়া আরফানেজ ট্রাস্ট মামলাকে সরকাররে সাজানো মামলা বলে উল্যেখ করে জেলা আইনজীবি সমিতির সামনে সাধারণ সম্পাদক নুপুর বক্তব্য রাখেন। বক্তব্যে নুপুর খালেদা জিয়ার মুক্তির দাবী করেন। তাদের কর্মসুচিতে পুলিশী বাধার তিব্র নিন্দা জানান।