ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সুধীজন এবং গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধূরীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জোহর আলী। বুধবার সকালে জেলা প্রশাসনের সুগন্ধা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী ছোয়াইব, রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, পৌর মেয়র লিয়াকত তালুকদার, বনিক সমিতির সভাপতি সালাউদ্দিন সালেক, এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুজাফর মোহাম্মদ সালেহ, সাংবাদিক নেতা হেমায়েত উদ্দিন হিমু, মুক্তিযোদ্ধা দুলাল সাহা, পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, সাংস্কৃতিক ব্যাক্তি মনোয়ার হোসেন খান প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় নবাগত বিভাগীয় কমিশনার প্রথমবারের মত ঝালকাঠি আসলে তাকে ফুলদিয়ে বরণ করেন জেলা প্রশাসক মোঃজোহর আলী।