ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার সকালে ঝালকাঠি কালেক্টরেট স্কুল অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা শেষে অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, ২৫ মার্চের গণহত্যা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ জোহর আলী, জেলা প্রশাসক ঝালকাঠি, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোঃ রিয়াদুল ইসলাম, জেলা তথ্য অফিসার সহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।