ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে মৎস্য ও বৃক্ষরোপন সপ্তাহের উদ্বোধন করা
হয়েছে। বুধবার ৩১ শে জুলাই সকাল ১১টায় শিল্পকলা একাডেমী ভবন চত্বরে ফিতা কেটে,শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এর পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি )।এসময় আরো উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন, মামুন শিবলী, বিভাগীয় বন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, ভাইস চেয়ারম্যান লস্কর আসিফুর রহমান দিপু, উম্মে ছালমা, পৌর প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল হোসেন, জেলা বন কর্মকর্তা মো. আরিফুর রহমান। এরপরে জেলা শিল্পকলা একাডেমী ভবন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে অতিথিবৃন্দ বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন।
ঝালকাঠির চারজন সফল মৎস্য ব্যবসায়ী কে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয় ।
এবং কালেক্টরেট স্কুল সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।