ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠিতে গতকাল জাতীয়তাবাদী যুব দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হয়েছে শহরের বিশ্ব রোড়স্থ চেহেরা মঞ্জিলে সকাল ১১ টায় জেলা যুবদলের আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন এর সভাপতিত্বে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু। এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী। সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি রুস্তুম আলী চাষী, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, শহর বিএনপির সাধারন সম্পাদক আনিছুর রহমান তাপু, থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক নাছিম আক্তার নাছু, থানা যুবদলের যুগ্ন-আহবায়ক বারেক, পৌর যুবদল নেতা মঈন, ছাত্র নেতা জাহিদ, মিঠুসহ জেলার সর্ব স্তরের নেত্বৃৃন্দ। আলোচনা সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানা যুব দলের আহ্বায়ক কামাল মল্লিক।