মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (সিএমএম) আদালতের ষ্টেনো কাম টাইপিষ্ট আমিনুল ইসলামকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ.এইচ.এম. ইমরানুল রহমান এ আদেশ প্রদান করেন। মামলার বিবরণে জনা যায়, ২০১২ সালের ২ জানুয়ারি ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকার আব্দুল আজিজ হাওলাদারে মেয়ে সাথি আক্তারের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় নলছিটি উপজেলার বিরাট গ্রামের ছোহরাব হোসেনের ছেলে আমিনুল ইসলম। আমিনুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (সিএমএম) আদালতের ষ্টেনো কাম টাইপিষ্ট পদে চাকুরিরত আছেন। তাদের দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে আমিনুল পাঁচ লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিল। গত ২৩ নবেম্বর ২০১৮ শ্বশুর বাড়িতে বসে চাপ দেয় টাকার জন্য। এ ঘটনায় ওই বছরের ২৯ নভেম্বর ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্ত্রী সাথি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত আসামীর বিরুদ্ধে প্রথমে সমন, পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমিনুল আদালতে হাজির হয়ে ঘটনা মিমাংসা করে নেওয়ার শর্তে জামিনে মুক্তি পায়। পরে একাধিকবার শালিস মিমাংসার কথা বলেও তিনি রাজি হননি। এ অবস্থায় নির্ধারিত তারিখে বৃহস্পতিবার আমিনুল ঝালকাঠি আদালতে হাজির হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মানিক আচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *