ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূঁজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক জহের আলী উক্ত সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, এনএসআই উপপরিচালক আবদুল কাদের, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকারসহ জেলার বিভিন্ন পূঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
দুর্গোৎসব চলাকালে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশি¬ষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *