মোঃমনির হোসেন ঝালকাঠী প্রতিনিধিঃশিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ২২ শে আগস্ট বুধবার ঝালকাঠি সদরে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল আযহার প্রধান জামাতে নামাজ আদায় এবং জামাতে উপস্থিত সর্বস্তের মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান জামাতে মুফতি মাওলানা রফিকুল ইসলামের ইমামতি ও মোনাজাত পরিচালনায় দেশের কল্যান ও শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।ঝালকাঠির জেলা প্রশাসক হামিদুল হক,পুলিশ সুপার জোবায়দুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার সহ ঝালকাঠিতে কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, জেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রধান জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।