ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার সকাল ছয়টায় বরিশাল হতে ঝালকাঠি লাটিমসার যাওয়ার পথে প্রতাপ (ডাপর) নামক এলাকায় মহা সড়কে বরিশাল যাত্রী বহনকারী সিএনজি দাড়িয়ে থাকা পিকআপের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতাল ঝালকাঠিতে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক মারাত্মক আহত শিশু মারজান(৮) পিতা – চান মিয়ার ছেলেকে কর্তব‍্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আহতদের অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে বরিশালের রেফার করা হয় আহতরা হলেন। শিল্পি বেগম (৩৫) স্বামী : চানমিয়া, শাহীনুর বেগম(৩৫)পিতা: রোস্তম আলী চাদনী বেগম(১৫) পিতা:চান মিয়া,মো: রোস্তম আলী(৪০), পিতা – বজলু মাঝি,
আহতরা সবাই ঝালকাঠি সদরের জয়সি গ্রামের বাসিন্দা।
শিশু মারজানের মৃত দেহ সদর হাসপাতাল লাশ ঘরে আছে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনা স্থলে ছুটে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *