ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ আহত ৩৩
মোঃ মনির হোসেন ঝালকাঠি: ঝালকাঠি রাজাপুরের ছত্রকান্দা এলাকায় শনিবার সকাল দশটার দিকে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বাসার স্মৃতি একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।দুর্ঘটনায় নিহত হয়েছেন শিশু নারীসহ ১৭ জন।দুর্ঘটনায় গাড়িটি উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অটো রিক্সায় করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসা ৭ জনকে মৃত ঘোষণা করেন। এরপর একে একে আসতে থাকে এম্বুলেন্সে আহত লোকজন।আহতদের উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে এলাকার লোকজন সহযোগিতা করেন। দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। বাসে কোন মৃতদেহ পাওয়া যায়নি।ঝালকাঠি সদর হাসপাতালে আহত ৩৩ জন ভর্তি রয়েছে। দুপুর একটা পর্যন্ত নিহত ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে।নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে নিড়তরা হলো ভান্ডারিয়া এলাকার সুমাইয়া ৬ তারেক (৫)ছালাম (৬০) শাহিন( ২৫) , তোর বোয়ালিয়া এলাকার আব্দুল্লাহ (৮) ভান্ডারী এলাকার রহিমা(৬০) আবুল কালাম( ৬০) মেহেন্দিগঞ্জের রিপা মনি( ২)আয়রিন (২২) রাজাপুরের নয়ন (১৬)খশবো (১৯) খাদিজা (৪৫) ভান্ডারি এলাকার রাভেয়া (৮০) প্রত্যক্ষদর্শীরা বলেন বেপরোয়া গতিতে গাড়িটি ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল পথিমধ্যে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গাড়িটি উল্টে যায় ডোবার পানিতে শাসরোধ হয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত যাত্রী জানাই ড্রাইভার মোবাইলে কথা বলেছিল গাড়িটি বেশি দ্রুতগতিতে চলছিল হঠাৎ করে কি যে হল কিছুই বুঝতে পারেনি।দুর্ঘটনায় খবর পেয়ে ঝালকাঠির সদর হাসপাতালে ছুটে আসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।