ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ৪ শিক্ষকের কোচিং বানিজ্য বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট গাজী বশির এর আদালত প্রত্যেক শিক্ষককে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেন। জরিমানা আদায়কৃত শিক্ষক’রা হলেন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের অংক বিষয়ের শিক্ষক মো.শাহাদাৎ হোসেন ও মো. কামরুল ইসলাম, ইংরেজী বিষয়ের শিক্ষক সুবিমল বড়াল সুজন ও বেসরকারি শিক্ষক মো. সোহাগ হোসেন। ভ্রাম্যমান আদালত কোচিংসেন্টারে ব্যাবহারিত আসবাপত্র জব্দ এবং কোচিংসেন্টার সিলগালা করেন ও পরীক্ষা শেষ না হওয়া পযর্ন্ত এ কাজ থেকে বিরত থাকবেন সে মর্মে প্রত্যেক শিক্ষককের কাছ থেকে মুচলেকা রাখেন। ঘটনার বিবরনে জানা যায়, ১ ফেব্রুয়ারী থেকে সারদেশে এক যোগে এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পযর্ন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ রয়েছে। এ আদেশ অমান্য করে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষক’রা স্কুল সীমানা প্রাচীরের পাশে আবাসিক বাসায় দীর্ঘদিন যাবৎ কোচিং বানিজ্য চালিয়ে আসছেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় স্কুলের পাশে মহিলা কলেজের সামনে বাড়ই বাড়ী’র রাস্তায় অত্র স্কুলের লাগোয়া আবাসিক বাসায় ভ্রাম্যমান আদালতের নিবাহী ম্যাজিস্ট্রে মো.গাজী বসির এর আদালত শিক্ষকদের এ দন্ড প্রদান করেন।এ বিষয়ে দন্ডপ্রাপ্ত সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক সুবিমল বড়াল সুজন জানান, আমরা চক্রান্তের শিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *