ঝালকাঠি প্রতিনিধি :
সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ঝালকাঠি ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বুধবার সকালে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান তালুকদার প্রতিষ্ঠা সভাপতি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ঝালকাঠি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার ঝালকাঠি ,শাহপার পারভীন উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর ঝালকাঠি , অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ,অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশেষ ছাত্র ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দের সাথে মতবিনিময় করেন।