ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠী বিন্নাপাড়ায় ৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত।
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বিন্নাপাড়ায় এক পরিবারের তিন জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন নাসির উদ্দিন(৩২) তার স্ত্রী সুমি আক্তার (২৫) ও তাদের ছয় মাসের শিশু সন্তান।নাসির উদ্দিন একই গ্রামের মদন বাড়ীর মৃত আশ্রাফ আলীর ছেলে।ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার ঝালকাঠি সময়কে বলেন, তিন দফায় ঝালকাঠির মোট ৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে পরীক্ষায় ২৬ জনের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।তবে আজ শনিবার তিন জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসে।বাকি ২৭ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার আরও জানান, করোনা সনাক্ত ওই ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।উল্লেখ্য,গত ৮ তারিখ মঙ্গলবার নাসির ঢাকা থেকে বাড়িতে আসেন।এরপর তার সর্দি, জ্বর, কাশি দেখে ইউনিয়ন স্বাস্থ্য কর্মী জোবায়ের শাহীন স্বাস্থ্য বিভাগে খবর দিলে ৯ এপ্রিল নাসির উদ্দিন ও তার সংস্পর্শে আসা তার স্ত্রী ও ছয় মাসের শিশু সন্তানের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।