ঝালকাঠির কলেজ মোড়ে অজ্ঞাত নারী হত্যার সাথে জড়িত সন্দেহে ৩ যুবক আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ
সদর থানার তদন্তকারী অফিসার এস আই সরোয়ার হোসেন কলেজ মোড়ের অজ্ঞাত পরিচয় নারীর নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ত্যাগি মিরাজ, কলেজ মোড়ের ফারুক দোকানদারের ছেলে সুমন ও টিএন্ডটি রোডের শাহজাহানের ছেলে সজলকে সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহজনক হিসেবে আটক করতে সক্ষম হয়।
তবে সিসিটিভি ফুটেজে ত্যাগি মিরাজ রক্তাক্ত মৃত মহিলাকে কোলে করে নিয়ে যেতে স্পষ্ট দেখা গেছে বলে একটা সুত্র নিশ্চিত করেছে।
মিরাজের তথ্যমতে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ১৩/৫/২০২০ রক্তাক্ত মৃতদেহ কলেজ মোড় এলাকার সেনেটারী দোকানের পিছন থেকে উদ্ধার করে পুলিশ।