ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়ায় বিষখালী নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া কার্গোর নিখোঁজ সুকানি পান্নু মিয়া (২৮) ও বাবুর্চি হাসান (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী দল। উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে ওসি শওকত আনোয়ার জানান, গত ৩০ জানুয়ারী ভোরে ঘন কুয়াশা থাকায় মশাবুনিয়া পুরাতন লঞ্চ ঘাট সংলগ্ন বিষখালি নদীতে বরগুনার কাকচিড়াগামী ১৫৬০ বস্তা সিমেন্ট বোঝাই ইমন-সাইমুন নামক কার্গোকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহি লঞ্চ এমভি পুবালী-১ সঝোরে পিছনে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। তখন মাওলাদ(২০) নামের একজন মাঝি মাল্লা তীরে সাতরিয়ে উঠতে পারলেও পান্নু ও হাসান নিখোঁজ ছিলেন। ১ ফেব্রুয়ারী ডুবুরী দল বেলা ১১ টার সময় নিমজ্জিত কার্গোর কেবিনের ভিতর থেকে একে একে দুই জনের মৃতদেহ উদ্ধার করে। পরে কোন পক্ষ থানায় অভিযোগ না দেওয়ায় মৃতদেহ স্ব স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্সপেক্টর তদন্ত ইউনুস মিয়া।