মোঃমনির হোসেন,ঝালকাঠি:: ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির নির্বাচন’ ২০১৮ এর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন নির্বাচন কমিশন আওয়ামীলীগ সমর্থিত ১১ সদস্যের পূর্নপ্যানেল থেকে নির্বাহী সদস্য পদপ্রার্থী এড. মোজাম্মেল হোসেনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারী বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের ১১ জনের মধ্যে ১০ প্রার্থী ও বিএনপি সমর্থিত প্যানেলের ১১ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে।নির্বাচন কমিশনের সদস্য এড. মোস্তফিজুর রহমান মনু জানান, গত ১৫ জানুয়ারী সোমবার নির্বাহী পরিষদের ১১টি পদে বর্তমান সভাপতি পিপি এড. আব্দুল মান্নান রসুল পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এড. বদরুল মিল্লাত খোকনের নেতৃত্বে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল মনোনয়নপত্র ক্রয় ও ১৬ জানুয়ারী দাখিল করেন। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দি হিসাবে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি প্রার্থী এড. শাহাদাৎ হোসেন ও সাধারন সম্পাদক পদে এড. নাসিমুল হাসানের নেতৃত্বে পূর্নপ্যানেল মনোনয়ন পত্র ক্রয় ও দাখিল করেন।গত ১৭ জানুয়ারী বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের ১১ জনের মধ্যে নির্বাহী সদস্য পদপ্রার্থী এড. মোজাম্মেল হোসেন আইন পেশায় ১০ বছর যুক্ত না থাকার কারনে তার প্রার্থিতা বাতিল হয়। অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেলের ১১ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ হওয়ায় এই প্যানেলের একজন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। আগামী ২৫ জানুয়ারী বৃহস্পতিবার ভোট গ্রহন ও নির্বাচনের ফলাফল ঘোষনার দিন চুরান্ত করেন। ঘোষিত আওয়ামীলীগ সমর্থিত প্যানেলে অন্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি পদে এড. আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.বনি আমিন, এড. সঞ্জয় কুমার মিত্র, এড. মোঃ তরিকুল ইসলাম খোকন সিকদার, সম্পাদক ভিজিলেন্স পদে এড. মুন্সী আবুল কালাম আজাদ, লাইব্রেরী সম্পাদক পদে এড. জাকারিয়া রহমান জিহাদ, ভর্তি সম্পাদক পদে এড. এবিএম ফয়জুর রহমান, নির্বাহী সদস্য পদে এড. বিভূতি ভূষন রায় ও এড. মোজাম্মেল হোসেন (প্রার্থিতা বাতিল)। অন্যদিকে বিএনপির সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে এড. মোঃ মোফাজ্জেল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মোঃ শাহজাহান, এড. বিএম আমিনুল ইসলাম, এড. গোলাম সরোয়ার লিটন, সম্পাদক ভিজিলেন্স পদে এড. হুমায়ূন কবির বাবুল, লাইব্রেরী সম্পাদক পদে এড. মোবাশ্বের আলী ভূইয়া, ভর্তি সম্পাদক পদে এড. মোঃ মাসুম হাওলাদার, নির্বাহী সদস্য পদে এড. শাকিলা আঞ্জাম লিজা খোকন, মোঃ মুনিরুল ইসলাম ভূইয়া। প্রসঙ্গত, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন ২০১৮ইং অনুষ্ঠানের জন্য গত ৩ জানুয়ারী সভার সিদ্ধান্ত অনুযায়ী এড. মাহাবুবুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার, এড. রফিকুল ইসলাম আজম ও এড. মোস্তাফিজুর রহমান মনুকে সদস্য করে ৩ সদস্যের নির্বাচন কমিশনা গঠন করেন। গত ৭ জানুয়ারী ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ জানুয়ারী ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছে। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ১শ ৪৫জন সদস্য ২৬ জানুয়ারী ভোট দিয়ে আগামী এক বছর মেয়াদে কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হবে।