ঝালকাঠি প্রতিনিধি :
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: স্বল্পতা পুরন বৈশ্বিক অপরিহার্যতা ” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস।
বৃহস্পতিবার সকাল দশটায় ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান খান জেলা শিক্ষা অফিসার ঝালকাঠি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুফা বেগম সাবেক প্রধান শিক্ষক ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়।
সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুছ প্রধান শিক্ষক ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়।
এছাড়া ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ক্লাসের ছাত্ররা র্যালী তে অংশগ্রহণ করেন।
র্যালী টি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।