ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে সুগন্ধা নদী থেকে নিষিদ্ধ বাধা জালসহ দুই জেলেকে আটক করেছে। বৃহস্পতিবার(১৯নভেম্বর) সন্ধ্যায় উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও নলছিটি থানার এএসআই সুব্রত রায়’র একটি টীম এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা মো. ইসমাইল(৪০) ও মো. ফারুক সিকদার(৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বাধা জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

বাধাজাল পুড়িয়ে ফেলাসহ আটককৃত প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভার) মো. সাখাওয়াত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন