ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা যুবলীগ’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা যুবলীগ’র আহবায়ক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান শরীফ হোসাইন আহম্মেদ দুলাল’র সভাপতিত্বে ১১নভেম্বর সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে যুবলীগ’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী।
এছাড়া ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি, বর্তমান যুবলীগ নেতা ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান শাহীন,
উপজেলা মহিলা লীগ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোর্শেদা লস্কর,উপজেলা যুবলীগ যুগ্ন-সাধারন সম্পাদক ও নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম,উপজেলা আওয়ামীণীগ দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী তালুকদার,উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক খান মনিরুজ্জান বিপ্লব, উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক যুবলীগ নেতা মোঃমামুন তালুকদার, উপজেলা যুবলীগ নেতা এ্যাড.গাজী মোঃ শহিদুল ইসলাম, আবুল কাসেম বাবলু, লুৎফর রহমান শাহীন,প্রান্তিক দাস পুটু, মামুন মাহমুদ(ডন),লাইজুর রহমান রিয়াজ,মোঃ আনোয়ার হোসেন, শাহ আলম সরদার,মোঃ জাকির হোসেন,মোঃ দিপু চৌধুরী,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাবু জোনার্ধন দাস, পৌর আওয়ামীলীগ ১নং ওয়ার্ড সভাপতি মোঃ কামাল হেসেন,উপজেলা শ্রমিক সভাপতি পারভেজ হোসেন হান্নান,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ওয়াসিম হাওলাদার,সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হানক, সুবিদপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ শাহীন খান সহ যুবলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *