মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) চলমান পরিস্থিতে শতাধিক কর্মহীন ও অসহায় মানুষের পাশের দাঁড়িছে সামাজিক সংগঠন ঝালকাঠি নলছিটি উপজেলার পাওতা ইয়ংস্টার ক্লাব ও পাঠাগার ।

সোমবার (৪ মে) থেকে শুরু করে দুইদিনব্যাপী ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এসব মানুষের মাঝে মানবিক ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় ক্লাবের সভাপতি,সম্পাদকসহ সদস্যরা ।পাওতা ইয়ংস্টার ক্লাব ও পাঠাগার সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে শতাধিক কর্মহীন মানুষের মাঝে পাঁচকেজী চাল, দুই কেজি আলু, এক কেজি করে সোয়াবিন তেল,পেঁয়াজ, মুসরী ডাল বিতরণ করা হয়।

পাওতা ইয়ংস্টার ক্লাব ও পাঠাগারের উপদেষ্টামন্ডলী সদস্য এবং অন্যান্য সদস্যদের অর্থ্যায়নে ও সার্বিক সহযোগীতায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে পাওতা ইয়ংস্টার ক্লাব ও পাঠাগার স্থানীয় ভাবে সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *