ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কৃষ্ণকাঠী এলাকার মনু সড়কের বেহাল দশা। একটু বৃষ্টি হলে এই সড়ক দিয়ে মানুষ পায়ে হেঁটে চলতে পারে না। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ওই সড়ক দিয়ে পায়ে হাটা তো দূরের কথা গাড়িতে ও পৌর এলাকার লোকজন চলাচল করতে পারে না। এক বছর আগে এই সড়কে হাঁটু পর্যন্ত পানি জমে ছিল। তখন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে।ঝালকাঠির সাবেক জেলা প্রশাসক মোঃ হামিদুল হক পৌর মেয়রের সাথে যোগাযোগ করে রাস্তাটি সংস্কারের কথা বললে পৌর মেয়র ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দুলাল হাওলাদারকে রাস্তাটি সংস্কার করতে বলেন। ওই সময় কিছু পচা রাবিশ দিয়ে রাস্তাটি সংস্কার করেন কাউন্সিলর দুলাল। এক বছর যেতে না যেতেই পচা রাভিস গুলো মাটির সাথে মিলে যায় এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে জনগণ যাতায়াত করতে পারেনা। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ আমরা সকল পৌর সেবা থেকে বঞ্চিত । সন্ধ্যার পরে পোস্টে আলো জ্বলে না কাউন্সিলর কে বললে সে কোন গুরুত্ব দেয় না। স্থানীয়রা আরো বলেন বর্তমান পৌর মেয়র ক্ষমতায় আসার পরে কৃষ্ণকাঠী এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি । প্রথম শ্রেণীর পৌরসভায় বসবাস করে আমাদের ভোগান্তির শেষ নেই।আমাদের রাস্তাগুলোর যে অবস্থা বর্ষা মৌসুমে আমরা রাস্তায় চলাচল করতে পারিনা। রাস্তায় বড় বড় গর্তে পানি জমে থাকে।
এ ব্যাপারে কাউন্সিলর মোঃ দুলাল হাওলাদারকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।