ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি নেছারাবাদ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুই বন্ধু সাঈদুল ও সোহেল রানা বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দেন। পথে মধ্যে ঝালকাঠি খুলনা মহাসড়কের মানপাশা ব্র্যাক মোড় ষ্টিল ব্রীজের সাথে ধাক্কা লেগে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন দুইজন ।আহত অবস্থায় দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থা অবনতি হলে সোহেল রানাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় ৩০ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন । কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত যুবকের নাম সোহেল রানা (২৭) তিনি বরিশাল শহরে আমতলা রোডের মোঃ হাফিজ হাওলাদারের ছেলে।