ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় প্রথমকরোনা রোগী সনাক্ত হওয়ায় উপজেলার সদরেরআদর্শপাড়া (হাইজাকমোড়) এলাকার ৫০টিপরিবারকে লক ডাউন করেছে উপজেলাপ্রশাসন। বুধবার (২৯এপ্রিল) দুপুরে করোনায় আক্রান্ত হওয়া সিনিয়র নার্সএর পরিবার সহ ৫০টি পরিবারকে লকডাউনের ঘোষনা দেন উপজেলানির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগহাওলাদার।জানা যায়, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ২৭ এপ্রিল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সহ ৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। পরেসিনিয়র নার্স সহ ২জনের শরীরেকরোনা পজেটিভ রিপোর্ট আসে।সিনিয়র নার্সের বয়স ৪৫ বছর। তারবাসা উপজেলার সদরের আর্দশ পাড়াএলাকায়। অন্য জন পার্শ্ববর্তীকাউখালী উপজেলার শিয়ালকাঠিগ্রামের বাসিন্দা তার বয়স ৭২ বছর।আরো জানাযায়, করোনায় আক্রন্তসিনিয়র নার্স ভাল আছেন। তারবাড়িতে আইসোলেশনে রেখেচিকিৎসা দেয়া হচ্ছে। অপর দিকে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্তহওয়ার খবরে উপজেলা জুড়ে করোনা আতংক ছড়িয়ে পড়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসোহাগ হাওলাদার জানান, উপজেলারআদর্শপাড়া এলাকায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক জন সিনিয়র নার্সকরোনা পজিটিপ আক্রান্ত হয়েছে, আজকে থেকে ১৪ দিনের জন্য এই এলাকার ৫০টি পরিবারকে লক ডাউনকরা হয়েছে। তাদের জরুরী কোন সেবাদরকার হলে স্থানীয় জনপ্রতিনিধি ও আমাদের সেচ্ছাসেবক কর্মীরা যারাআছেন তাদের মাধ্যমে তাদের জরুরীসেবা,খাদ্যসহায়তা সহ অন্যান্যচিকিৎসা সহায়তা আমরা তাদের পৌছিয়ে দিবো।সদরের ইউনিয়ন চেয়ারম্যান মোঃআনোয়ার হোসেন মৃধা মজিবর জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জনসিনিয়র নার্স করোনা ভাইরাসেআক্রান্ত হয়েছে। উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ওথানা পুলিশের সহায়তায় অত্র এলাকালক ডাউন করা হয়েছে, বাঁশ দিয়ে অত্রএলাকার সকল রাস্তা আটকিয়ে দেওয়া হয়েছে যাতে কোন লোক বা যানবাহনপ্রবেশ করতে বা বের হতে না পারে।লক ডাউনের এলাকায় আনুমানিক ৫০টি পরিবার রয়েছে। এর মধ্যে যে সকলপরিবারের খাদ্য সহায়তা দরকারতাদের তালিকা করে আজকেই তাদেরখাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করবো।