ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় সুগন্ধা নদীতে ঝালকাঠি মৎস্য বিভাগ ও প্রশাসন শুক্রবার অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার জাল পাঁচটি নৌকা এবং ৩০০ কেজি ইলিশ জব্দ করেছে। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান প্রথমে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ১০০কেজি ইলিশ দুটি নৌকা এবং ১০ হাজার মিটার জাল জব্দ করেন।
জব্দকৃত জাল পুরাতন কলেজ খেয়াঘাটে পুড়িয়ে ফেলা হয়। এবং নৌকা দুটি ভেঙে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে যায় কাউকে আটক করা যায়নি।
এরপরে দুপুরে এক ঘটিকার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি নলছিটি মাটিভাংগা এলাকায় অভিযান চালিয়ে তিনটি নৌকা এবং বসতঘর থেকে অবৈধ ২০ হাজার মিটার জাল জব্দ করেন। নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল ২০০ কেজি ইলিশ জব্দ করেন। জাল গুলো পুনরায় পুরাতন কলেজ খেয়াঘাটে পুড়িয়ে ফেলা হয় এবং নৌকা তিনটি ভেঙে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসক মোঃ জোহের আলী বলেন অভিযান অব্যাহত থাকবে। নদী কোন জেলে থাকতে পারবেনা। যারা মাছ শিকার করতে নামবে তাদের আইনের আওয়তায় এনে বিচার করা হবে। জব্দকৃত মাছগুলি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।