মোঃমনির হোসেন ঝালকাঠী প্রতিনিধি:: জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিকে সন্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্যর্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় জেলা ও ৪টি উপজেলার বিভিন্ন দপ্তরের ২৪ জন শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিকে সন্মাননা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু প্রমূখ।
জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করেন।