ঝালকাঠী প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বিয়ের দাবিতে এক তরুনী (২১) প্রেমিকের বাড়ীতে গত ৩ দিন যাবত অনশন করছেন। গত বুধবার রাতে অনশনে বসার পর থেকে প্রেমিকের আত্মীয়-স্বজনদের হাতে দফায় দফায় মারধরের শিকার হয়েছেন ওই তরুনী। এরপরেও নিজের সিদ্ধান্তে অনড় থাকা তরুনীকে তাড়াতে পারেনি হামলাকারীরা। বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, উপজেলার জীবনদাসকাঠি গ্রামের মো. হেমায়েত খানের ছেলে মো. শাহ্দুল খান (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়েওঠে ওই তরুনীর। পরিনত বয়স হওয়ার আগেই দু’জন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ৪ বছর আগে ওই তরুনীকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। সেখানে একটি কন্যা সন্তান রয়েছে ওই তরুনীর। কিন্তু প্রেমিক শাহ্দুল ওই তরুনীকে ও তার স্বামীকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটায়। তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবাদে মেলামেশা করে। সম্প্রতি শাহ্দুল পার্শ¦বর্তী গ্রামের এক মেয়েকে বিয়ের জন্য ঘটোকের মাধ্যমে প্রস্তাব দেয়। এই খবর শুনেই দারুন চটেছেন ওই তরুনী। শাহ্দুলের বর্তমানে যে মেয়ের সাথে বিয়ের কথা চলছে সেই বাড়িতে গিয়েও সবকিছু জানিয়েছেন তিনি। তারপরে ওই পরিবার শাহ্দুলের সাথে মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক হওয়ায় কোন উপায় না পেয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন প্রতারিত ওই তরুনী। অন্যথায় আত্মহত্যার হুকমী দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখাগেছে, প্রেমিকের তালাবদ্ধ ঘরের সামনে হাতে দড়ি নিয়ে বসে আছেন তরুনীটি। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে স্থানীয়রা। নিজের সিদ্ধান্তে অনড় থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই শাহ্দুল ও তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র চলেগেছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে তরুনী বলেন, উভয় পরিবারের সম্মতিতে দির্ঘদিন আমরা অবাদে মেলামেশা করেছি। আমাদের বিয়ে দিতে উভয় পরিবার সম্মত ছিল। কিন্তু সম্প্রতি শাহ্দুল আমার সাথে প্রতারনা করে অন্যত্র বিয়ে করতে চাইছে। আমি এর প্রতিবাদে অনশন করছি এবং বিয়ের দাবি জানাচ্ছি। অন্যথায় আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানা পরিদর্শক মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি।