ঝালকাঠী প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরনে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচি ঝালকাঠিতে পালন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এ কমসূচিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, কৃষি বিভাগের উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক, হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান বিশ্বনাথ সাহা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মারুফা বেগম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও সহকারি বন কর্মকর্তা সৈয়দ নুরুজ্জামান প্রমুখ। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ২৯ হাজার ১৪৭ টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *