মোঃমনির হোসেন ঝালকাঠী
বিজয় মাসের প্রথম দিনে ঝালকাঠিতে ‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্র বিরতণ শুরু হয়েছে। শুক্রবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্র বিরতণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ঝালকাঠি পৌরসভা সহ সদর উপজেলার ১০ ইউনিয়নের ১ লাখ ৪৪ হাজার ৯শ ৪২ জনকে এ কার্ড বিতরণ করা হবে। প্রথম দিন দুটি কেন্দ্রে ২ হাজার ৭শ ৯৬ জনকে জাতীয় পরিচয়পত্র বিরতণ করা হবে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে ‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক হামিদুল হক। জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত হোসেন তাং,জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সোহেল সামাদসহ জনপ্রতিনিধি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি চলবে ১২ফেব্রুয়ারি পর্যন্ত ।